1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

দোহারে দুই বালু ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১৬৩১ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার লটাখোলা সেতুর পাশে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই বালু ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বালু উত্তোলনের খবর পেয়ে দোহার থানা পুলিশের সহযোগিতায় সোমবার (১৮ মে) উপজেলার লটাখোলা সেতুর নিচে খালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় তিনটি ড্রেজার খাল থেকে অপসারণ করা হয় এবং ৩০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনের সাথে জড়িত দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের এসআই মো. মাসুদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না। অর্থদন্ড দেয়া দুইজনকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধে সম্পৃক্ত হলে সর্বোচ্চ দন্ড প্রদান করা হবে।

উপজেলা ও থানা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর