1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন

দোহারে ড্রেজার ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬২১ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. সোলেমান মিয়া নামে এক ড্রেজার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোলেমান মিয়া বরিশালের বাসিন্দা।

পদ্মানদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও দোহার থানা পুলিশের সহযোগিতায় শনিবার (৩১ অক্টোবর) উপজেলার মধুরচর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের দুই শ্রমিক মো. মিঠু ও শাহিনকে আটক করে। এসময় ড্রেজার মালিক সোলেমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে ড্রেজার মালিকের পক্ষে আটককৃত দুই শ্রমিক দোহার থেকে চলে যাওয়ার মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহার উপজেলার পদ্মানদীর তীর ভাঙ্গন রোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর