করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে। সে লক্ষে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে রিক্সা ও ইজিবাইক চালকদের মাঝে মাস্ক ও টুপি বিতরণ করেছেন লায়ন আব্দুস সালাম চৌধুরি। একইসাথে তাদের সেমাই প্রদান করা হয়।
তিনি বলেন, প্রতিটি মানুষকে নিরাপদ রাখতে এই মুহুর্তে মাস্ক পড়া অত্যন্ত জরুরী। আমার এই উদ্যোগ করোনা ভাইরাস শুরু থেকেই অব্যাহত রেখেছি। আশা রাখি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর হোসেন সহ আরো অনেকে।