1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

দোহারে চাঁদাবাজি বন্ধে পুলিশের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১৮৭৯ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে ও যাত্রী সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে পুলিশ। এ লক্ষে মঙ্গলবার (৯ জুন) পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে মত বিনিময় করা হয়েছে।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আরাফাত হোসেন, আরাম পরিবহনের পক্ষ থেকে মির্জা আলম, নগর পরিবহনের পক্ষ থেকে মো. জহির উদ্দিন, জয়পাড়া পরিবহনের পক্ষ থেকে মু. আলমাস উদ্দিন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মো. জামাল প্রমুখ।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানো ও যাত্রী সেবার মান ধরে রাখতে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ, বিপিএম (বার) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম-এর তত্ত্বাবধানে দোহার থানা পুলিশ চাঁদাবাজি বন্ধ ও যাত্রী নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর