1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন

দোহারে করোনা আক্রান্ত পরিবারকে খাদ্য সহায়তা দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২০
  • ১৫১০ বার দেখা হয়েছে।

ঢাকার দোহারে করোনা আক্রান্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও ফল ‘উপহার’ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ মে) উপজেলার লটাখোলা ওয়ান ব্যাংক সংলগ্ন আক্রান্ত একই পরিবারের চারজনকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল সহ বিভিন্ন উপকরণ সহ চারটি প্যাকেট এবং ফল ‘উপহার’ দিতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

এসময় তাঁরা নিজ বাড়িতে আইসোলেশনে থাকা আক্রান্ত ওই পরিবারের চারজনকে মনোবল বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেন এবং সবার শারীরিক খোঁজ-খবর নেন। একইসাথে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য যে, লটাখোলায় আক্রান্ত ওই পরিবারেরই এক মেয়ে করোনা আক্রান্ত হয়ে গত ১৩ মে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেণ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর