1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

দোহারে ওষুধ কোম্পানির ম্যানেজারকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২১০০ বার দেখা হয়েছে।

তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকার দোহারে মো. আদনান (৪০) নামে এক ওষুধ কোম্পানির ম্যানেজারকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে ওষুধের দোকানের দুই কর্মচারী। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্রিপশনে লেখা ওষুধ ঘুরিয়ে দেয়াকে কেন্দ্র করে এভারিস্ট ফার্মাসিউটিক্যালের ম্যানেজার হিসেবে দোহার উপজেলার দায়িত্বে থাকা মো. আদনানের সাথে সরকারি হাসপাতাল রোডের তৃষা ফার্মেসীর দুই কর্মচারী রোহান ও সিয়ামের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রোহান ম্যানেজার আদনানকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানা পুলিশ।

দোহার থানার ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর