1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

দোহারে ইয়াবা কারবারির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯০ বার দেখা হয়েছে।

ঢাকার দোহারে ইয়াবাসহ কাউসার খালাসী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে নারিশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারিশা এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ কাউসার কে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর এএসপি প্রনব কুমার।

মঙ্গলবার বিকেলে আটককৃত কাউসার খালাসী কে উপজেলা সহকারি কমিশানার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমান আদালতে হাজির হয় করা হয়। ভ্রাম্যমান আদালত কাউসারকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত কাউসার খালাসী উপজেলার নারিশা খালপাড় এলাকার মৃত আলী হোসেন খালাসীর ছেলে বলে র‌্যাব জানায়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর