1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন

দোহারে ইটভাটা মালিককে একলাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৪৮৮ বার দেখা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে ইটভাটার কার্যক্রম চালু রাখার অপরাধে দোহারে এসবিআই নামে এক ইটভাটা মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এসবিআই নামে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন। সরকারি আদেশ অমান্য করে ইটভাটায় অর্ধশতাধিক শ্রমিক দিয়ে কাজ করে জনসমাগম করার অপরাধে ওই ইটভাটা মালিককে একলাখ টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমন রোধে বিধিনিষেধের তোয়াক্কা না করে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এসবিআই। বিষয়টি বিভিন্নভাবে প্রশাসনের নজরে আসলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর