1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

দোহারে আরও ১৩ জনের করোনা শনাক্ত: মৃত তরিকুলের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৮৫৬ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ৭ জন জয়পাড়া, ৫ জন চরকুশাই ও ১ জন সুতারপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে সুতাপাড়ার মারা যাওয়া তরিকুল ইসলামের করোনা পজিটিভ এসেছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা।

ইউএনও জানান, গত ৯ জুনের পাঠানো নমুনা থেকে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সুতারপাড়ায় মারা যাওয়া ব্যক্তি তরিকুল ইসলামের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে।

উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ১৭৬ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪২ জন। মৃত্যুবরণ করা তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর