ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছেন উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, দোহারে গত কয়েকদিনে সংক্রমণের হার বেঁড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংক্রমণ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব জামাল হোসেন সহ পুলিশ সদস্যগণ।