1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

দোহারের কার্তিকপুর বাজারে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২০৩৫ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী আরও দুটি দোকানের। শুক্রবার (২৯ মে) দুপুর একটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সূত্রে জানা যায়, উপজেলার কার্তিকপুর বাজারে শুক্রবার বেলা একটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বাজারের মসজিদ সড়কের গলিতে থাকা নাঈম সু স্টোর ও ঈমান ক্লথ স্টোর নামে দুটি দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুনের খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই দুটি দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় ক্ষতি হয় পাশের আরও দুটি দোকানের। বৈদ‌্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর