1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১১১৯ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে রবিবার রাতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান তার নিজস্ব অর্থায়নে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এর মধ্যে প্রতি পরিবারের জন্য রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২টি সাবান।

মাহবুবুর রহমান জানান, দোহারের আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ঘরে ঘরে আমি পৌঁছে দিব। যা গত চারদিন আগে শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা পিয়ার হোসেন, শেখ সাহাবুদ্দিন, মো. মোস্তফা, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন শান্ত প্রমূখ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর