1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

চলে গেলেন মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬১০ বার দেখা হয়েছে।

অকালেই চলে গেলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নান খান। গত ৭ ডিসেম্বর, সোমবার বেলা সাড়ে চারটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সম্প্রতি তিনি ঢাকা জেলার দোহার উপজেলা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দোহার উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে দীর্ঘসময় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দোহারে দায়িত্বে থাকাকালীন মা ইলিশ রক্ষার অভিযানে তাঁর ভূমিকা ছিল উল্লেখ করার মতো। দিন-রাত পদ্মা নদীতে অভিযানে ছিল আব্দুল মান্নানের সরব উপস্থিতি।

আব্দুল মান্নানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রয়াত আব্দুল মান্নানের পরিবারকে সান্তনা দিতে তাঁর বাড়িতে যান দোহার উপজেলা সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র সহ জেলা ও উপজেলা মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর