1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ মডেল থানার ২০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২০
  • ২০৫৩ বার দেখা হয়েছে।

রোববার (৩ মে) পর্যন্ত শুধুমাত্র কেরানীগঞ্জ মডেল থানার ২০ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো, লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, টহল, তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ সব কার্যক্রমেই পুলিশের দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব কার্যক্রমে অংশ নিতে গিয়ে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ এবং আক্রান্ত রোগীদের সংস্পর্শে যেতে হচ্ছে। এতে করে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়ছে।।

ওসি কাজী মাইনুল ইসলাম আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের ইতিমধ্যে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তারপরও আমরা আগের মতোই থানার জনসাধারণের স্বাভাবিক সেবা দিয়ে যাচ্ছি।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর