প্রিয়বাংলা নিউজ২৪:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বেলা সোয়া ১২টায় সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার চুনকুটিয়া ও ইস্পাহানি আগানগর এলাকা থেকে সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টুটুল বর্মন (২৪), মো. আকিল (২২) ও মো. সুমন (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০৫ পিচ ইয়াবাসহ টুটুল ও আকিলকে এবং ইস্পাহানি আগানগর থেকে ১০০ পিচ ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও গতরাতে সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকা হতে ৪৮ টি ইয়াবাসহ রাকিবুল হাসান লিখন (১৮) নামে আরও এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।