1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 3:07 am

কর্মীদের প্রাণিত করতে কাস্তে হাতে ধানের ক্ষেতে স্বেচ্ছাসেবক লীগের প্রধান দুই নেতা

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Saturday, April 25, 2020
  • 2131 Time View

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট কাটাতে সারাদেশে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধান কাটায় প্রাণিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটতে কাস্তে হাতে মাঠে নামেন তাঁরা।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রধান কাজই হচ্ছে যে কোন পরিস্থিতিতে সেবক হয়ে মানুষের পাশে থাকা। এই মূহুর্তে সারাদেশের কৃষকরা শ্রমিক না পেয়ে তাদের কষ্টে বোনা ধান ক্ষেত থেকে ঘরে তুলতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে আমাদের নির্দেশে দেশের অনেক স্থানে আমাদের সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে কৃষকদের ধান কেটে দিচ্ছে। আমরা এ কার্যক্রমকে আরও বেগবান করতে কর্মীদের উদ্বুদ্ধ করতে আমরা দু’জন সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতারা কাস্তে হাতে মাঠে নেমেছি। আমাদের এ কর্মসূচী সারাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে প্রেরণা সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক চেষ্টা ও উদ্যোগের কারনে শ্রমিকের অভাবে কোথাও ধান মাঠে পড়ে থাকবেনা। কোথাও যেন শুধুমাত্র ফটোশেসনের জন্য কর্মীরা মাঠে না নামেন এজন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। আমাদের সেবকদের কর্মকান্ডে যেন কৃষকরা প্রকৃতভাবেই উপকৃত হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category