1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 26, 2024, 11:43 pm

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • Update Time : Tuesday, June 15, 2021
  • 781 Time View

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরো বলেন, চীন থেকে উপহার হিসেবে আসা ৬ লাখ ডোজ করোনা টীকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দেয়া হবে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা সংক্রমন আবার উর্ধ্বগামী। এ পরিস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো প্রতিস্থিতি নেই বলে মনÍব্য করেন তিনি।

এর আগে মন্ত্রী মাদ্রাসা মাঠে একটি আম গাছ রোপন করেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হেলাল উদ্দিন এনডি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ সহ আরো অনেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category