1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু: দৃষ্টান্ত যখন দোহারের লটাখোলা কবরস্থান কমিটি

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৩৩৫ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার ও নবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে দোহারের লটাখোলা কবরস্থানে তার লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে কবরস্থান কমিটি। বুধবার সকালে প্রিয় বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেন লটাখোলা কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ।

আব্দুর রহমান আকন্দ বলেন, খিলগাঁও তালতলা কবরস্থানে করোনা রোগে আক্রান্ত কোন মৃত ব্যক্তিকে কবর দিতে দিবে না শুনে খুব কস্ট পেয়েছি। ভেবেছি আমরা দিন দিন কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছি। তাই এই সংবাদ দেখে আমাদের লটাখোলা কবরস্থান কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের সাথে আলোচনা করে আমরা সকলেই একমত হই দোহার-নবাবগঞ্জে কেউ যদি করোনা আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাদেরকে লটাখোলা কবরস্থান দাফন করা যাবে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও দোহার থানা, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা সহ সকলের সাথে আলোচনা করে প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রস্তাবটি তাঁরা সাদরে গ্রহণ করেছেন। পৃথিবীর এই ক্রান্তিলগ্নে আমরা লটাখোলাবাসী মানুষের পাশে থাকতে চাই।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর