1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ১০০০ বার দেখা হয়েছে।

ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। র‌্যাব জানায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মুরাদ হোসেন (৩২) ওই গ্রামের (বেদেপাড়া) নুর নবীর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মুরাদ একজন অটোরিক্সা চালক। সে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অটোরিক্সা চালানোর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে। রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯০পিচ ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর