1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

অতিরিক্ত খাদ্যপণ্য না কিনতে অনুরোধ প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ১২১২ বার দেখা হয়েছে।

করোনা পরিস্থিতির কারনে আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যপণ্য কিনে ঘরে মজুদ না করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন দোহার উপজেলা উপজেলা প্রশাসন।

শুক্রবার সন্ধায় নিজের ফেসবুক আইডি থেকে এমন অনুরোধ জানিয়ে পোস্ট দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দোহার উপজেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগিতা করছেন দোহার থানা পুলিশ। অন্যদিকে, নিত্যপণ্যের সংকটের কথা বলে দাম বেশি রাখায় ঢাকার দোহারে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, পণ্যের সংকট থাকার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। কেউ আতঙ্কিত হবেন না বরং সচেতন হতে হবে সবাইকে। সর্বসাধারণ বেশি বেশি পণ্য কিনে ঘরে রাখতে চাইলে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে পারে। কাজেই সচেতনতার বিকল্প নেই।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর