ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দোহার থানার এসআই ইব্রাহীম শেখ জানান, উপজেলার হলের বাজার এলাকা থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।
হলুদ সেলোয়ার ও কালো-সাদা ছাপা কামিজ পরিহৃত নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০/৫৫ বছর বললেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইব্রাহীম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগল)। কয়েক বছর ধরে সে দোহারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোসহ বিভিন্ন জায়গায় রাত্রী যাপন করতো ও মানুষের কাছে চেয়ে চেয়ে খাবার খেতো। হলের বাজার এলাকায় সে গত তিন বছর ধরে প্রায়ই রাত্রী যাপন করতো। আজ এ এলাকায় অনেকেই ওই নারীকে দুপুর পর্যন্ত একটি পাতলা কম্বল দিয়ে ঘুমাতে দেখে স্থানীয়রা ডাকাডাকি করে। এতে সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই নারীকে কম্বলের ভেতরে মৃত অবস্থায় পাই।
নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন