ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোসাম্মৎ ঝর্না (৩২) নামে এক গৃহবধুকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝর্নার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তারা ১শ’ তিন পিচ ইয়াবাসহ ঝর্নাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোর্পদ করা হয়
নবাবগঞ্জ থানার এস.আই জহিরুল ইসলাম বলেন, ঝর্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত ঝর্ণার স্বামী মো. বিল্লাল হোসেন মধ্যপ্রাচ্যে থাকেন। এই সুযোগ কাজে লাগিয়ে ঝর্না মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
মন্তব্য করুন