ঢাকার নবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শহীদদের স্মরণে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনগুলো, জাতীয় পার্টি, নবাবগঞ্জ প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মন্তব্য করুন