আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় থানার সভাকক্ষে নবাবগঞ্জ থানা পুলিশ এর আয়োজন করেন।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি মো. আক্কাচ উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি এএসপি দোহার সার্কেল জহিরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, পরিদর্শক তদন্ত মো. আশিকুজ্জামান প্রমূখ।
মন্তব্য করুন