১০ বছরে পদার্পন করলো নবাবগঞ্জ রোইং ক্লাব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকালে নবাবগঞ্জের সিঞ্জুর কালিগঙ্গা নদীর তীরে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক দুলাল দেওয়ান, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির উপদেষ্টা কাইয়ুম ভান্ডারী, সদস্য ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিনিধিরা বাইচের নৌকার মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০১৬ সালের ৫ই জুলাই নৌকা বাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে মো. রাশিম প্রতিষ্ঠা করেন নবাবগঞ্জ রোইং ক্লাব । ২০১৮ সালের ২১শে জানুয়ারি ক্লাবটি বাংলাদেশ রোইং ফেডারেশনের এফিলিয়েশন সনদ পায়। সংগঠনটির নিবন্ধন নম্বর-১৩৫। এরই মধ্যে ক্লাবের খেলোয়ারদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক নৌকা বাইচে অংশ গ্রহণ করে পদক অর্জন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবটির সাধারণ সম্পাদক মো. রাশিম খেলোয়ার, ক্লাব কর্মকর্তা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারি এই ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম বাংলাদেশ রোইং ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ২৮শে মে ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০২২ সালের ৩০শে মার্চ হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচে আন্তর্জাতিক ও জাতীয় দুই ইভেন্টেই অংশ গ্রহণ করে। আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের পক্ষে সাদা দল হিসেবে অংশ গ্রহণ করে তৃতীয় স্থান পদক অর্জন করেন। একইভাবে জাতীয় ইভেন্টেও তৃতীয়স্থান অর্জন করে নবাবগঞ্জ রোইং ক্লাব।
মন্তব্য করুন