ঢাকার নবাবগঞ্জ উপজেলার চরখলসী নবজাগরণ যুব সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে আয়োজিত ফাইনালে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে জামশা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধের শেষ মিনিটে ওসমানের গোলে ১-০ তে এগিয়ে যায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে জামশা ফুটবল একাডেমি গোল পরিশোধে চেষ্টা করেও ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে কোন দল আর গোল করতে না পারায় ১-০ গোলে জয়লাভ করেন নবাবগঞ্জ ফুটবল একাডেমি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। গেস্ট অব অনার ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম।
ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকা আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, বিএনপি নেতা মহসিন রহমান তুষার, শাহজাহান মোল্লা, আলমগীর হোসেন, সেন্টু মোল্লা ও লেলিন আহমেদ রাসেল।
আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস বেপারী ও উপজেলা যুবদল নেতা তুষার আহমেদ জুসা।
মন্তব্য করুন