জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদে জন্য ঢাকার নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাগমারা মসজিদ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
আলোচনা ও অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার (পূর্ব) সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা (পশ্চিম) সেক্রেটারি মোস্তা আহমেদ, নবাবগঞ্জ (পূর্ব) সহকারী সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সালাম, মাওলানা কাজী মোকাররম, মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা নাজমুল হোসাইন প্রমূখ।
শেষে জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গত্ববরণকারীদে জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলার (পূর্ব) সেক্রেটারি মাওলানা মাওলানা মোহাম্মদ আলী।
একই দিন ঢাকার দোহারে বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখা আয়োজিত উপজেলা জামে মসজিদে জুলাই- আগষ্ট গণ-অভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদে জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন