ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ সংলগ্ন মানিকগঞ্জের গোপালখালী এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় কুলসুম বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বৃদ্ধা কুলসুম বেগম মানিকগঞ্জ সদর থানার রতœাদিয়া গ্রামের আজিমউদ্দিন বেপারীর স্ত্রী।
নিহতের ছেলে বাচ্চু বেপারী জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপালখালী বাজার থেকে সদাই-পাতি কিনে বাড়ি ফিরছিলেন কুলসুম বেগম। বাজারের কাছেই বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে বৃদ্ধার ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় সে। মোটর সাইকেল চালক সহ স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবাস্থায় বেলা সাড়ে ১০টার দিকে মারা যান কুলসুম বেগম।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর হাসান খান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তব্ওু মানিকগঞ্জ সদর থানাকে অবিহত করা হয়েছে।
মন্তব্য করুন