ভালো মানের জাতীয় ও আন্তর্জাতিক রোয়ার তৈরির লক্ষ্যে শুরু হয়েছে ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ-২০২৫ কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে মাওলানা ভাসানী স্ট্রেডিয়ামের ইনডোর রোইং ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে প্রাথমিক বাছাই করা হয়। পরে বাছাইকৃতদের নিয়ে চলছে এ প্রশিক্ষণ। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে থেকে বাছাইকৃতরা প্রতিযোগিতায় অংশ নেবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ ও কার্য নির্বাহী সদস্য নাসির উদ্দিন স্বপন মো. রবিউল্লাহ।
উল্লেখ্য, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শরু হবে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণ। আগ্রাহী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য ফেডালেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন