ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইয়ুথ ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফাইনালে যমুনা ও ইছামতি অংশগ্রহণ করেন।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পান্নুর অসাধারণ গোলে প্রথমার্ধেই ১ গোলে এগিয়ে যায় ইছামতি। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমনে দুইদলই গোল করার চেস্টা করে । তবে আর গোল না হওয়ায় ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ইছামতি।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইছামতির পাপ্পু। এছাড়া সাইফুল সেরা গোলরক্ষক, রনি সবোচ্চ গোলদাতা ও মনির বেপারী টুর্ণামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন। এছাড়া টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রবীণ খেলোয়ার, সার্বিক সহযোগিতাকারী, টিম ম্যানেজার ও স্বেচ্ছাসেবীদের বিশেষ সম্মাননা জানানো হয়।
নয়নশ্রী ইয়ুথ ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. কামাল শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মিরাজ শিকদার, সাংগঠনিক সম্পাদক মিজান খান, অর্থ সম্পাদক মনির বেপারী সহ কার্যকরী পরিষদের সকল সদস্য, খেলোয়ারবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন