গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দিনব্যাপী কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এর আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন, শ্রীমদভগবদ গীতা, বাইবেল থেকে পাঠ করা হয়। পরে উপস্থিত এসোসিয়েশনের সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবাবগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও মানবিক সেবায় এগিয়ে নিতে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। নবাবগঞ্জের সার্বিক উন্নয়নে অংশহণের জন্য সকল গ্র্যাজুয়েটদের প্রতি আশাবাদ ব্যক্ত করা হয়।
এসোসিয়েশনের আহ্বায়ক সাবেক জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাক্তন সিনিয়র সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ইছহাক মিয়া, এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, খন্দকার আবু হাসান সবুজ, মো. নজরুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম ও মো. মোয়াজ্জেম হোসেন সহ এসোসিয়েশনের সদস্যরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের সদস্য শাহজাহান মোল্লা ও আল মেরাজ।
মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতির অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন