দোহার উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে পপি আক্তার নামে এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে স্বামী লোকমান সওদাগর ও দেবর জাকির হোসেন। মঙ্গলবার রাইপাড়া ইউনিয়নের করিমগঞ্জ এলাকায় এঘটনা ঘটে।
আহত পপি আক্তার জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে শিশু ছেলে বাধনকে মারধর করে লোকমান সওদাগর। পপি এর প্রতিবাদ করলে লোকমান ও তার ছোট ভাই জাকির পপি আক্তারকে মারধর করে। এসময় পপি আক্তারের বাবা আব্দুল সুরুজ মিয়া এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকেও মারধর করে লোকমানের পরিবার। স্বজনরা খবর পেয়ে আহত পপিকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মোঃ নুরুন্নবী ইসলাম জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন