ঢাকার দোহারে চির সবুজ সংঘের নব গঠিত কার্যনির্বাহী কমিটি ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার আওলিয়াবাদ মাঠে ক্লাবের সাধারণ সদস্যরা এ অনুষ্ঠানে আয়োজন করেন।
মধ্যাহ্ন ভোজের পর মুল পর্ব শুরু হয়। প্রথমেই বিদায়ী সভাপতি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিদায়ী ভাষণ দেন। এরপর ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় নবনির্বাচিত সভাপতি লায়ন এ কে আজাদ চির সবুজ সংঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
চিরসবুজ সংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মো. মজনু মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন নিউ এরা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এমডি ও সিইও ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, ক্লাবের সাবেক কর্মকর্তা আজাদ কামাল, মোয়াজ্জেম হোসেন সুবাস, দেওয়ান মনিরুজ্জামান খায়ের, ক্লাবের সাধারণ সম্পাদকশিশির মাহমুদসহ এলাকার মুরব্বিগণ এবং আশে পাশের এলাকায় বিভিন্ন ক্রীড়াবিদরা।
মন্তব্য করুন