উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যালয়ের উন্নয়নে সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মোবাশ্বের আলী খন্দকার, প্রাক্তন ছাত্র সুবোধ কুমার বর্মন, উপদেষ্টা আনোয়ার হোসেন দেওয়ান।
প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মেরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাবেক দায়রা জজ আবুল হোসেন খন্দকার, অধ্যক্ষ শিব শংকর সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ সহ আরো অনেকে।
দিনব্যাপী অনুষ্ঠানে ত্রি-তাল একাডেমির শিল্পীবৃন্দ নাচ ও গান পরিবেশন করেন।
মন্তব্য করুন