বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের পরে মাদ্রাসা ছাত্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা বিএনপির মো. হারুন অর রশীদ (মাস্টার)।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাই হারেজ মাতবর, আব্দুর রাজ্জাক, আল-মামুন লাভলু মোল্লা, হাজী শামসুল হক, মো. নুরু মাতবর, আলাউদ্দিন ভূইয়া, মো. হায়দার আলী, মো. শাহীন হোসেন, মো. জামাল বেপারী, কৃষক দল নেতা আবুল হোসেন সোহাগ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক। অনুষ্ঠান পরিচালনা করেন লাভলু দেওয়ান ও ওয়াসিম মোল্লা।
মন্তব্য করুন