নৌকা বাইচ সম্পর্কিত জাতীয় ক্রীড়া সংগঠন বাংলাদেশ রোইং ফেডারশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার মো: মাহবুবুর রহমানকে সভাপতি, মাকসুদ আলমকে সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জের রাশিম মোল্লাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে । বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো আমিনুল ইসলাম ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছেন । এছাড়া মোশারফ হোসেন ও ক্যাপ্টেন এস এম এ সুফিয়ান মাহমুদকে সহ-সভাপতি এবং মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
কমিটির কার্য নির্বাহী সদস্যরা হলেন – এ এইচ এম মহিউদ্দিন, মো. এমদাদ হোসেন মিয়া, নাসিরুজ্জামান চৌধুরী, আমিনুল ইসলাম রাজু, ফাইজুল ইসলাম আরিজ, মো. রবিউল্লাহ, মো. কাইউম, রবিউল আলম, মো. ফখর উদ্দিন চৌধুরী ও সাঈদ শাফায়েত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে প্রথম নৌবাবাইচ সমিতি গঠন করা হয়। পরে ১৯৭৪ সালে নৌকাবাইচের নাম পরিবর্তন করে বাংলাদেশ রোইং ফেডারেশন নামকরণ করা হয়। ১৯৮২ সালে এশিয়ান রোয়িং, আন্তর্জাতিক আন্তর্জাতিক রোইং ও ড্রাগন ফেডারেশনের সদস্য পদ লাভ করে বাংলাদেশ রোইং রোফেডারেশন।
মন্তব্য করুন