ঢাকা বিভাগের জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকার নবাবগঞ্জের শেখ আনসার রনি ও দোহারের মো. রিপন আলীমকে সহ-সাংগঠনিকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৩০ মে সকালে কেন্দ্রীয় জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, শেখ আনসার রনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকারবাসীন্দা এবং মো. রিপন আলীম দোহার এলাকার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর গ্রামের বাসিন্দা।
জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন ঢাকা বিভাগের কমিটির বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়া মঞ্চের দক্ষতা, সততা ও মেধা শক্তি দিয়ে কেন্দ্রীয় কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে যথাযথ ভূমিকা পালন করতে ও দলকে শক্তি সংগঠন করতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন