বরকতুল্লার অনুসারীদের খতমে নবুয়তবিরোধী অপতৎপরতা বন্ধ ও তাদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকার নবাবগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি ও এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় উপজেলার টিকরপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গালিমপুর সূর্যখালী মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সভা করা হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খতমে নবুয়ওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খতমে নবুয়ওত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা দক্ষিন সভাপতি মুফতি নুরুল হক হামিদী, নবাবগঞ্জ উপজেলার সহসভাপতি মাওলানা নুর হুসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুল রহমান, গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, চুড়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, খতমে নবুয়ওত সংরক্ষণ কমিটির আগলা ইউনয়ন সভাপতি আব্দুল বাতেন, গালিমপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মিজান, কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুফতী বিন ইয়ামিন সাদী, দোহার উপজেলা প্রতিনিধি মুফতি কামাল উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন