‘সোনালী আঁশের সোনালী দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ শীর্ষক এর আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর। প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত শিকদার৷
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল, কৃষিস¤প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানা ও বিএডিসি উপসহকারী কর্মকর্তা শাহারুল ইসলাম।
এসময় ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিমুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রোস্তম আলী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন