‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
মেলা উপলক্ষে রবিবার সকালে উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা ভূমি অফিস ফটকে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবার ই-নামজারী ও ভূমি উন্নয়ন কর স্টল উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, খাদ্য কর্মকর্তা হাফসা হাই, পাট কর্মকর্তা রুস্তম আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক, রোভার স্কাউটস সদস্য প্রমুখ।
মন্তব্য করুন