ঢাকার নবাবগঞ্জে কম্বাইন হার্ভেস্টার দ্বারা সমলয়ের প্রদর্শনীর বোরো ধান (ব্রিধান-৮৯) কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা বিল এলাকায় এ অনুষ্ঠান করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
কৃষি অফিসের তথ্যমতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তায় রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের (ব্রিধান-৮৯) এ সমলয়ের প্রদর্শনী করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ রিজওয়ানুল বারী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল, সমলয়ের চাষীদের পক্ষে কৃষক মো. সিরাজ।
মন্তব্য করুন