ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি। বুধবার প্রেসক্লাবের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম ও সাধারন সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
যুগ্ম আহবায়ক শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক সাহিদুল হক খান ডাবলু, আজকের পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি এসকে উল্লাস ও দোহার প্রতিনিধি শরীফ হাসান, যায়যায় দিনের নবাবগঞ্জ প্রতিনিধি আলীনূর ইসলাম মিশু ও সকালের সময়ের প্রতিনিধি মো. আল আমিন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
জানা যায়, গত ১৩ জানুয়ারি নবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জহিরুল ইসলাম সভাপতি, শাহিনুর রহমান সিনিয়র সহ সভাপতি, আসাদুজ্জামান সুমন সহ সভাপতি, কাজী সোহেল সাধারণ সম্পাদক, ইমরান হোসেন সুজন যুগ্ম সাধারণ সম্পাদক ও সালাউদ্দিন বাচ্চু কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন।
ডেক্স রিপোর্ট
মন্তব্য করুন