PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

লাঠি খেলা, ঘোড়দৌড়, গরু দৌড় বা গরুর রশি ছেঁড়া আবহমান বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলার নাম। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা গ্রামবাংলার একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কোথাও গরু দৌড়, গরুর রশি ছেঁড়া, আড়ং নামেও এ প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। পৌষসংক্রান্তি উপলক্ষে গ্রামবাংলার বিভিন্ন মেলায় এ খেলা দেখা যায়। এ খেলা এখন তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালি মন্দিরের মাঠে। একই দিনে বিলপল্লী মাঠেও এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম।

চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরু দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে চন্দ্রখোলা ও বিলপল্লী মাঠে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ৫০ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মুহুর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।

স্থানীয় বাসিন্দা কমল মন্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এ উৎসব পালন করা হয়।

সুকদেব মন্ডল বলেন, মেলা উপলক্ষে কয়েকদিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

বাংলাদেশ টেলিভিশন গীতা পাঠক হরিদাস মজুমদার বলেন, এ মেলা হল মানুষের মিলন মেলা। এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। অনেক দুর দুরান্ত থেকে মানুষ এসে এই প্রতিযোগিতা সমবেত হয় ও উল্লাস করে। নগরায়নের ফলে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য পৌষ মাসের শেষের দিনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরে পদার্পণ করল নবাবগঞ্জ রোইং ক্লাব

দোহারে শিক্ষার মানোন্নয়নে সভা

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

চরখলসী নবজাগরণ যুব সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নবাবগঞ্জ একাডেমি চ্যাম্পিয়ন

আইনে অন্তর্ভূক্ত না হওয়ায় মৃত্যুর বিচারও পান না অনেক গৃহ শ্রমিক

নবাবগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

‘ইনসাফ’ সিনেমায় দোহারের বিল্লাল মাহমুদ

নবাবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ ও দোহারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

১০

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

১১

ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ চলছে

১২

বিআইডব্লিউটিএ এর ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন: সভাপতি টিপু, সম্পাদক আনু

১৩

নবাবগঞ্জে হাতপাখা মার্কার তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান

১৪

নয়নশ্রী ইয়ুথ ক্লাব প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

১৫

খানেপুরে স্কুলের প্রতিষ্ঠাতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী

১৭

দোহারে গৃহবধূকে পিটিয়ে জখম

১৮

চির সবুজ সংঘের নব গঠিত কার্যনির্বাহী কমিটি ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৯

কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুণর্মিলনী

২০