PRIYOBANGLANEWS24
২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাব্যতা সংকটে মৈনটঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর নৌযান চলাচল ব্যাহত

নাব্যতা সংকটে অচল হতে বসেছে ঢাকার দোহারের মৈনটঘাট থেকে ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর নৌ-পথটি। চলতি শুষ্ক মৌসুমে ঢাকার দোহার ও ফরিদপুরে চরভদ্রাশন উপজেলার গোপালপুরের পদ্মা নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। নদীর মাঝে জেগে ওঠা ছোট-বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো, লঞ্চ ও বড় ট্রলার এমনকি স্প্রিডবোর্ড চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। দূরদূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ দোহারের মৈনটঘাট হয়ে পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে যেতে খানিকটা বেগ পোহাতে হচ্ছে।

এদিকে ডুবোচরের কারনে মালামাল নিয়ে ঘাটে এ পথে যেতে পারছেনা মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে ১০ থেকে ১২ ফুট গভীরতা প্রয়োজন হলেও কোথাও গভীরতা রয়েছে মাত্র ৫ থেকে ৬ ফুট। ঠিকমত গন্তব্য এসম নৌযান চলাচল করতে না পারার কারনে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে ।

প্রতিদিনই দোহারে মৈনটঘাট হয়ে ফরিদুপুর গোপালপুর ঘাট দিয়ে ফরিদপুর সহ আশেপাশে জেলাগুলো যেতে এ নদী পথটি ব্যবহার করেন হাজার হাজার মানুষ। আবার ফরিদপুর, রাজবাড়িসহ দক্ষিণাঞ্চলের কিছু মানুষও ঢাকা যেতে বিকল্প পথ হিসেবে এ নদী পথটি ব্যবহার করেন। কিন্ত নদীর নাব্যতার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচল নদীযানকে। দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌছানোর কারনে নস্ট হচ্ছে যাত্রীদের কর্মঘন্টা। ড্রেজিং এর ধীরগতির অভিযোগ তুলে দ্রুত নদী পথটি সংস্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে গোপালপুর ঘাটের টিকিট কাউন্টারে থাকা সোহেল রানা জানান, আগে যেখানে যাত্রী ছিল প্রতিদিন গড়ে হাজার খানিক,সেখানে এখন চার থেকে পাঁচশত। এতে মারাত্বক খতির মুখে তারা। এদিকে ফরিদপুরের চরভদ্রাশন সরকারি কলেজের শিক্ষক তৈয়বুর রহমান জানান, প্রতিদিন সকালে কলেজে আসা যাওয়া করি দেহারের জয়পাড়া থেকে। অথচ নাব্যতার কারনে আমাকে প্রায় দিন কলেজে যেতে দেরি হচ্ছে। আজ বুধবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায় মৈনটঘাট থেকে প্রতিদিন লঞ্জ ৯ টা ফরিদপুরের গোপালপুর আসা যাওয়া করলেও আজ চলাচল করছে ৩ টা। এতে হুমকির মুখে এ ব্যবসা।
লঞ্চ চালক রবিউল জানান, নদীর নাব্যতার কারনে আমরা লঞ্চ ঠিকভাবে চালাতে পারছিনা। এতে করে এ পথে যাত্রী কমে গেছে। ফলে ব্যবসায় ধস নেমেছে। এভাবে থাকলে দোহারের মৈনট ও ফরিদপুরের গোপালপুরঘাটে এ সেবা বন্ধ হয়ে যাবে।

মৈনটঘাট লঞ্চ ও স্প্রিডবোর্ট ইজারাদার বাশার মুন্সি বলেন, নদী নাব্যতার কারনে আার্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছি আমরা সহ লঞ্চ ও স্প্রিডবোর্ড ব্যবসায়ীরা । ডুবোচরের কারনে এ পথের যাত্রী কমে গেছে বলে। দ্রুত নৌপথটি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন আশা করি।

বিআইডব্লিটিএ, নারায়ণগঞ্জ অঞ্চলের কারিগরী সহকারী, ড্রেজিং সেক্টর আব্দুর রব সরদার বলেন, খনন কাজ চলমান আছে। দ্রুত নদীর খনন কাজ শেষ করতে পারলে দুর্ভোগ কমবে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরে পদার্পণ করল নবাবগঞ্জ রোইং ক্লাব

দোহারে শিক্ষার মানোন্নয়নে সভা

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

চরখলসী নবজাগরণ যুব সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নবাবগঞ্জ একাডেমি চ্যাম্পিয়ন

আইনে অন্তর্ভূক্ত না হওয়ায় মৃত্যুর বিচারও পান না অনেক গৃহ শ্রমিক

নবাবগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

‘ইনসাফ’ সিনেমায় দোহারের বিল্লাল মাহমুদ

নবাবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ ও দোহারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

১০

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

১১

ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ চলছে

১২

বিআইডব্লিউটিএ এর ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন: সভাপতি টিপু, সম্পাদক আনু

১৩

নবাবগঞ্জে হাতপাখা মার্কার তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান

১৪

নয়নশ্রী ইয়ুথ ক্লাব প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

১৫

খানেপুরে স্কুলের প্রতিষ্ঠাতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী

১৭

দোহারে গৃহবধূকে পিটিয়ে জখম

১৮

চির সবুজ সংঘের নব গঠিত কার্যনির্বাহী কমিটি ইনস্টলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৯

কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুণর্মিলনী

২০