ঢাকার নবাবগঞ্জে আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করায় শোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌতুম কুমার চক্রবর্তীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদ। সোমবার শোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শোল্লা বাজার প্রদক্ষিণ করে সায়েদুন নেছা কিন্ডারগার্টেন পর্যন্ত গিয়ে শেষ হয়।
পরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আহুত জাতীয় মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পথসভা করেন তাওহীদী জনতা ঐক্য পরিষদ।
হযরত মাওলানা ইয়ামিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী।
উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আ: মতিন মিয়া, মাওলানা মহিউদ্দিন খান উজ্জল, মুফতী আব্বাস আলী ও মুফতী মামুনুর রশিদ।
উল্লেখ্য, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
গৌতুম কুমার চক্রবর্তী সম্প্রতি শ্রেণিকক্ষে বঙ্গবানী কবিতা পাঠদানের সময় আল্লাহকে নিয়ে কটুক্তি, মসজিদ , নামাজ ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেন। এতে তাওহীদী জনতারা ক্ষোভে ফেটে পরলে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে চলে যায়।
এবিষয়ে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ বলেন, কটুক্তিকারী গৌতুম কুমার চক্রবর্তীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে দিয়েছি। তার সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে।
মন্তব্য করুন