ভ্রমন পিপাসুদের কথা মাথায় রেখে ঢাকার দোহার থেকে আইকনিক এক্সপ্রেস তাদের বাস সার্ভিসের যাত্রা শুরু করেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে জয়পাড়ার জহির চেয়ারম্যান বাড়ির মোড় হতে আইকনিক এক্সপ্রেসের কার্যক্রম শুরু হয়।
আইনকন এক্সপ্রেসের এসি বাসে প্রতিদিনিই দোহার ও নবাবগঞ্জ থেকে যাত্রীরা জয়পাড়া থেকে শ্রীনগর হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি যাতায়াত করতে পারবেন। আর এতে করে ভ্রমন পিপাসু দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগরবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান যাত্রীরা।
দোহারের জয়পাড়া জহির চেয়ারম্যানের বাড়ি মোড়ের আইকনিক এক্সপ্রেসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। যোগাযোগ- রিফাত (কাউন্টার): ০১৩০৪১৯১৯১২।
এছাড়া যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন: মাসুদ রানা- ০১৮৯৮৩৪৩৫৭০
তোফাজ্জল (তোবা)- ০১৭৩৭৪৩৩০৮৮
মন্তব্য করুন