ঢাকার নবাবগঞ্জে পাটচাষীদের নিয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষীদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পাটচাষীদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আফিয়া আক্তার, পজেলা কৃষি অফিসার আসমা জাহান, অতিরিক্ত কৃষি অফিসার সীমা মন্ডল, পজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. রোস্তম আলীসহ অন্যান্য অফিসারগণ।
মন্তব্য করুন