ঢাকার নবাবগঞ্জে ২০২০ সালের পহেলা জানুয়ারী মানব সেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় সেবামূলক সংগঠন ‘সমাজ কল্যাণ ফান্ড’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল হাজী মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
পরে প্রতিনিধিরা জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শিকারীপাড়া, হরিরামপুরের ধুলশুড়া, মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ও দোহারের নয়াবাড়ি ইউনিয়ন সহ ৪৯টি গ্রামের ৬৫০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন। এসময় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন