ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুইটি মাহেন্দ্র জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া চকে কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার সময় ঘটনাস্থল থেকে জেট ব্রিক্স এর দুইজন ম্যানেজার রাঙু মিয়া (৫৫) ও মো. হাসান (২৯) আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আ. হালিম। এসময় দুইটি মাহেন্দ্র জব্দ করা হয় এবং ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান আদালতের অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন