ঢাকা জেলা যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল পারভেজ। রাসেল পারভেজ পুরাতন বান্দুরা গ্রামের বাসিন্দা। এরআগে তিনি বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
মিজানুর রহমানকে (জিএস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, মো. ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্যের এ কমিটি করা হয়েছে।
এছাড়া নবাবগঞ্জে যারা সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. গোলাম মোস্তফা, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরামুল নবী ইমু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সজল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মাহবুব ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রানা।
মন্তব্য করুন